বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উদ্যোগে “ISO 14001:2015, (EMS) এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম” বিষয়ক দিনব্যাপী এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। প্রশিক্ষণটি পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক মো. কবিরুল আলম।
দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সমগ্র আয়োজনটি পরিচালনায় সহযোগিতা করে ‘এজেএ বাংলাদেশ লিমিটেড।’