মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে প্রেরনার আলোচনা ও দোয়া মাহফিল

14

নিজস্ব সংবাদদাতা : রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহে আলোচনা,দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

ময়মনসিংহের অরাজনৈতিক পরিবেশবাদী সংগঠন প্রেরণার উদ্যেগেপুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে শুক্রবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষক – শিক্ষার্থীদের স্মরনে আলোচনা ও দোয়া করা হয়।

পরিবেশবাদী প্রেরণার সভাপতি ফরহাদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি জুলফিকার হায়দার,সংগঠনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী বাচ্চু,যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সংগঠনের সদস্য ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন খান, অধ্যাপক এরশাদুল হক, জোবায়ের সিদ্দিকী আনিসুর রহমান, আবুল কালাম সেলিম, প্রিন্স, জুয়েল, সোহেল ও আজিজুল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজ আমরা এক গভীর শোক আর বেদনার মুহূর্তে একত্রিত হয়েছি। রাজধান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকসহ অসংখ্য প্রাণ ঝরে গেছে। এই দুঃখের ভাষা আমাদের কারো জানা নেই। প্রাণ হারানো ছাত্ররা ছিল আমাদের জাতির ভবিষ্যৎ। তারা ছিল স্বপ্নবাজ, উদ্যমী, দেশপ্রেমিক। কিন্তু আল্লাহ’র ইচ্ছার বাইরে আমাদের কিছু করার নেই।

বক্তারা আরো বলেন-আমরা মহান আল্লাহ দরবারে প্রার্থনা করি-আল্লাহপাক যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারবর্গকে ধৈর্য ও সান্তনা দান করেন। এ ঘটনা আমাদের জন্যও একটি শিক্ষা। জীবন খুবই অস্থায়ী। আমরা কেউ জানি না কখন, কোথায়, কীভাবে বিদায় নিতে হবে। তাই আসুন, আমরা আমাদের জীবনকে আল্লাহ ভীরু করে গড়ে তুলি, অন্যের জন্য কল্যাণকর কাজ করি, এবং এই দুনিয়াকে যেন একটু ভালো করে রেখে যেতে পারি।

নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here