সংস্কার ইস্যুতে ময়মনসিংহ নটরডেম কলেজে অস্থিরতা

9

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে প্রতিষ্ঠিত নটরডেম কলেজে ১০ শিক্ষককের সংস্কার অথবা মৃত্যু হুমকিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে ক্যাম্পাসের ভেতরে-বাইরে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পাঠ কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থল পরিদর্শন করে অস্থিরতার নেপথ্যের কারণ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসন।

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ এবং ৩০ জুলাই কলেজে পদোন্নতি, প্রভিটেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও কোচিংয়ের টাকা আত্মস্বাতের অভিযোগ তুলে ১০ জন শিক্ষক প্রতিষ্ঠানের পাঠ কার্যক্রম বন্ধ রেখে সংস্কার অথবা মৃত্যু হুমকি দিয়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল শেষে কলেজ ফটকে সমাবেশ করে। এঘটনায় ক্যম্পাসে অস্থিরতা সৃষ্টি হলে বিষয়টি জেলা প্রশাসনে গড়ায়।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট শিক্ষকদের আলোচনায় বসার আহবান জানিয়ে শিক্ষা কার্যক্রমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে হুশিয়ারি উচ্চারণ করেন।

লুৎফুন নাহার বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে পাঠ কার্যক্রমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সামাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, বর্তমানে কলেজটিতে প্রায় ৫০ শিক্ষক যুক্ত থাকলেও ন্যায্য দাবির বিষয়ে সবাই ঐক্যমত। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সামাধানের পক্ষে থাকলেও ১০ জন শিক্ষক ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়ে বিক্ষোভ করে সংস্কার অথবা মৃত্যু হুমকি দেয়। এতে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থির হয়ে উঠে, যা অপ্রত্যাশিত।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কমিটির আহবায়ক ড. ফাদার থাদেউস হেম্ব্রম, সিএসসি ঢাকাপোস্টকে বলেন, দু’দিন ক্যাম্পাসেন একটু ঝামেলা হয়েছিল, তবে এখন পরিস্থিতি শান্ত। ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান আছে। তিনি আরও বলেন, কলেজের ১০ জন শিক্ষক চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করছে, তবে চলমান সংস্কার প্রক্রিয়ায় ইতোমধ্যে শিক্ষকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং যৌক্তিক আরও কিছু দাবির বিষয়ে আলোচনা করে সামাধান করা হবে। কিন্তু নীতিমালা বর্হিভূত কোন দাবি পূরণের সুযোগ নেই।

প্রসঙ্গত, ২০১৪ সালে ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শিকারিকান্দা বাইপাস এলাকায় নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here