ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩১ দফা লিফলেট বিতরণ

7

ফুলবাড়িয়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুটিজানা ইউনিয়ন বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের ময়নার বাজার এলাকায় বিএনপির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা সুলতান আহমদ ও সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবিন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এছাড়াও মো. আজিজুল হক লিখন, ওমর ফারুক, ছিদ্দিকুর রহমান,প্রকৌশলী আনোয়ার হোসেন সেলিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে প্রধান অতিথিসহ স্থানীয় নেতৃবৃন্দ ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here