ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত ও ৪জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ণে।
ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাওয়ার জন্যে অপেক্ষা করছিলো একটি অটো এবং একটি প্রাইভেটকার।
ওই সময় পেছন দিক থেকে আসা একটি কভার্ডভ্যান এসে প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ধাক্কায় অটোটি দুমড়েমুচড়ে যায়। এতে,অটো যাত্রী মো. আনসের আলী (৬৫) নিহত হন। নিহত আনসের আলী উপজেলা পাড়াগাঁও গ্রামের মৃত মুনসুর আলী ছেলে।
আহত ৫জনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহের প্রাইভেট হাসপাতাল স্বদেশ হাসপাতালে নিয়ে গেলে আনসের আলী ছোট ভাই রাত সাড়ে ৭টায় নুরুল ইসলাম সরকার (৬২) মারাযান।
দুর্ঘটনায় আহতরা হলেন,ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন(৪৫),ইমতিয়াজ উজ্জল(৩০)।