ধোবাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

4

ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় -অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি বাস্তবায়ন করে উদযাপন কমিটি এবং এতে অংশ নেয় ধোবাউড়া শাখা গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দৌলত উল্লাহ মোরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসাইন। উপস্থিত ছিলেন নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প ধোবাউড়া শাখার কর্মকর্তা নাজমুল হাসান (এবিসিএফ)।

এসময় প্রায় ২৫ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সফল মৎস্য চাষি হিসেবে মোঃ নয়ন মন্ডল কে পুরস্কার ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here