ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উপজেলার ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়ার গ্রামের মো. রফিকুল ইসলাম সরকার রনুর বাড়ির লোকজনকে চেতনা নাশক ওষধ খাওয়ায়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ হাজার টাকার মালামাল লুটে নিয়ে একটি চক্র। এ ঘটনায় বাড়ির আটজন আহত হন। তাদের মাঝে দুইজনে অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২২ আগস্ট) রাতে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে এলাকার মো. রফিকুল ইসলাম সরকার রনু (৬০), তার স্ত্রী রহিমা খাতুন (৫৫), তার প্রবাসী দুই ছেলের স্ত্রী ইতি আক্তার (২৫), বিপাশা আক্তার (১৮), নাতি জিম (৯), নতনী তানহা আক্তার (৭), বেড়াতে আসা অতিথি রফিকুল ইলামের ছেলের শ্বশুর বাবুল খান (৫৫) ও শ্বাশুড়ি রিনা আক্তার (৪৫) গত শনিবার (২২ অগস্ট) দুপুরের পর থেকেই ঝিমুতে শুরু করেন।রাতে তারা ঘুমিয়ে অচেত হয়ে পড়ে।
এক পর্যায়ে দুর্বৃত্তরা রফিকুল ইসলাম সরকারের ঘরের তালা ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ টাকা, প্রবাস থেকে আনা স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টকার মালামাল লুটে নেয়।
এদিকে, রাতে বাড়ির একজন সামান্য চেতনা ফিরে পেলে তিনি ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান এবং মোবাইলে ঘটনাটি তাদের এক স্বজনকে জানান। পরে, ৯৯৯-এ কল পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, স্থানীয়রা ৮জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাবুল খান ও রহিমা খাতুনকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ভালুকা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।