বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, লন্ডন বৈঠকে দেশের মানুষ খুশি হলেও জমায়াত ও এনসিপির মন খারাপ, কারণ নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নেয়ার দিন শেষ হয়ে আসছে তাদের। তিনি আজ বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের শের এ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, নির্বাচন প্রলম্বিত করে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা লন্ডন বৈঠকের মাধ্যমে ব্যর্থ হয়ে যাওয়ায় তাদের মন খারাপ। নির্বাচনের ঘন্টা বেজে গেছে উল্লেখ করে বলেন নির্বাচন ছাড়া জনগণের অধিকার বাস্তবায়ন হবে না, দেশে স্থিতিশীলতাও ফিরে আসবে না। লন্ডন বৈঠকে যাঁদের মন খারাপ হয়েছে তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে লন্ডন বৈঠকের সুবাতাস শরীরে লাগান, আপনাদের, আমাদের সবার ভালো হবে, জনগণ ফিরে পাবে গণতন্ত্র। চব্বিশের গণ অভুত্থানের আকাঙ্ক্ষা সকলে মিলে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব। রাজনৈতিক ও নির্বাচন বিষয়ে আলোকপাত করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক এবং একই সাথে বিএনপির দায় দায়িত্বও অনেক। রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং শঙ্কাও। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে ধানের শীষের প্রচারও করতে হবে। নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্হা ও অনিশ্চয়তা কেটে গেছে। ময়মনমসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, যারা নানা অজুহাতে বিএনপি ঠেকাতেজনগণ তাদের ঠেকিয়ে দিবে। আওয়ামী লীগ বিএনপিকে নিচিহ্ন করতে গিয়ে নিজেরাই নিচিহ্ন হয়ে গেছে।