হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ||

3

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের মনকান্দা এলাকায় চলতি মাসের ১২ জুলাই শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হাকিম ও তার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা ও মারধরের ঘটনায় জড়িত জিয়াউর, আলীরাজ, হুমায়ুন, রুবেল, ইলিয়াস, আব্দুল হক, ফরিদ মিয়াসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, সন্ত্রাসীরা দীর্ঘাদিন ধরে জোরপূর্বক আব্দুল হাকিম ও তার পরিবারের জমি বেদখলের চেষ্টা করে আসছিল। ঘটনার দিন সকালে তাঁরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে । এসময় বাধা দিতে গেলে প্রথমে আবদুল হাকিমের মাথায় দা দিয়ে আঘাত করে। পরে ফেরাতে গেলে আব্দুল মোতালেব, আব্দুল হক, আব্দুল বারেক, মো: সামাদুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, মোছা: বেগম এর উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

বর্তমানে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন আব্দুল হাকিম ও আব্দুল বারেকের অবস্থা আশঙ্কাজনক বলে মানববন্ধনে জানায় বক্তারা। মানববন্ধনে বক্তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছেন। পরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here