তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় উত্তর জেলা বিএনপির আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সদরের মধুমন কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. শাহ ওয়ারেস আলী মামুন। তিনি বক্তব্যে বলেন,রাজনিতি নিয়ে কেউ খেলা করবেনা। জিয়া পরিবার সবথেকে নির্যাতিত, তাই সবাই সজাগ থাকতে হবে বিএনপির বিরুদ্ধে কোন পোপাগান্ডা ছড়াতে না পারে। কোন অপশক্তি ফায়দা লুটতে না পারে। বিএনপি জনগণের দল।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা ফরজানা রহমান হোসনা।
আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,ধোবাউরা উপজেলা বিএনপির আহবায়ক জি এম আজহারুল ইসলাম কাজল,ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন,সদস্য সচিব হাফেজ আজিজুল হক,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূয়া মনি,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্য জীবিদলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল আলম টুটুল প্রমূখ।