বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ময়মনসিংহের ধোবাউড়ার সন্তান

14

বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রনসিংহপুর দাখিল মাদ্রাসার সুপার মো. দেলোয়ার হোসেন খান এর ছেলে ছারজিল হাসান খান জিদান।

তিনি অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৫-এ জার্মানির ডুসেলডর্ফ শহরে। যেখানে বিশ্বের ১৮৮টি দেশের শীর্ষ অ্যাথলেট অংশগ্রহণ করবে।

জিদানের এমন সাফল্যে ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের সাধারণ মানুষের মাঝে আনন্দ দেখা দিয়েছে। তারা সকলেই চায় নিজ গ্রামের ছেলে দেশের জন্য প্রতিনিধিত্ব করে বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বনাম অর্জন করে নিজের দেশকে আরও উজ্জ্বল করবে।

শুক্রবার বিকেলে এবিষয়ে জানতে চাইলে রনসিংহপুর দাখিল মাদ্রাসার সুপার মো. দেলোয়ার হোসেন খান বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার ছেলে ছারজিল হাসান খান জিদান অংশ নিচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৫-এ, সে ঢাকা বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে জার্মানির ডুসেলডর্ফ শহরের পথে রওনা হয়েছে। এই গেমসটি অলিম্পিকের মতোই এক বিশাল আয়োজন। দেশের জন্য সম্মানের এই মুহূর্তে সে যেন নিজের সর্বোচ্চ দিতে পারে। এই দোয়া ও ভালোবাসা চাই আপনাদের সবার কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here