ধোবাউড়ায় পিকআপ ভর্তি ১১৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

16

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ একটি পিক-আপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাস স্ট্যান্ড টিকেট কাউন্টারের সামনে রাস্তায় একটি পিক আপ এবং পিকাপে বস্তায় রক্ষিত ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল নঃ ১(৭৫০ এমএল), ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)সহ সর্বমোট ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকা হানিফ শওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here