ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের একটি গ্রামে। ধর্ষণের শিকার শিশুটির বাবা ২১ জুলাই সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র। শনিবার সন্ধ্যার আগে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মগটুলা গ্রামের আব্দুস সাত্তার (৬০) শিশুটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। শিশুটি বাড়ি এসে বিষয়টি তার বাবা মাকে জানায়।
শিশুটির বাবা মাদরাসার মুহতামিমের কাছে বিচার প্রার্থী হলে মুহতামিম এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বলেন, ‘মাদরাসার নাম কোথাও বলা যাবে না- এতে মাদরাসার সুনাম ক্ষুণ্ন হবে।’ ধর্ষণের শিকার শিশুটির পিতা সুবিচারের আশায় বিভিন্ন জনের কাছে ধরনা দিয়েও সুবিচার না পেয়ে সোমবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ঘটনাটি জানার পর থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
ওসি ওবায়দুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।