দৈনিক যুগান্তরের সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।
বক্তব্য দেন গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, শ্যামল ঘোষ, শামীম আনোয়ার প্রমুখ।
সমাবেশে আরও উল্লেখ করা হয়, কয়রা উপজেলা প্রেস ক্লাবের গোলাম রব্বানী ও মল্লিক আব্দুর রউফের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলা, রমনায় রূপালী বাংলাদেশের দুই সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়ায় আলোকিত সকালের তরফদার মামুন, গাজীপুর, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় গত ছয় মাসে ১১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি ও প্রত্যাহারের দাবি জানান।