মুক্তাগাছা প্রতিনিধি : গতকাল ৩ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ফেব্রুয়ারীর মধ্যেই নির্বাচন দিতে হবে কোন শক্তি নেই ফেরাতে পারবে এছাও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন সহ উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান লেবু, সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাবেক কুমারগাতা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান ও মতিউর রহমান খোকন সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
মুক্তাগাছা পৌরসভা প্রঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বর্ণাঢ্য শোভাযাত্রা মুক্তাগাছা শহর প্রদক্ষিন করে এতে মুক্তাগাছা উপজেলা বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠন অংশ গ্রহণ করেন ।।