
ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় বোরো মৌসুমের ধান বীজ হিসেবে এসিআই সীডের ‘বন্ধু’, ‘আপন’ ও ‘ছক্কা’ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে “বীজ ব্যবসায়ী কর্মশালা ২০২৫-২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালাটি রায়হান জামালের মিষ্ট কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই সীড ডিলার আলহাজ্ব জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন এসিআই সীডের জোনাল সেলস ম্যানেজার আলোক চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সেলস এক্সিকিউটিভ মোঃ হামিদুর রহমান এবং এসিআই সীড ডিলার মোঃ আবুল কালাম।
কর্মশালায় উপজেলার প্রায় ৫০ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ নতুন জাতের ধান বীজের উচ্চ ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও কৃষকের লাভজনক সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেষে সভাপতি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।