
চাঁদাবাজি মামলায় অব্যাহতি পাওয়ার পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ ফিরে পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ খবরে ময়মনসিংহের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দল থেকে বহিষ্কার হন। এ ঘটনার তিন দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ থেকে ১৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু পুলিশের তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ অক্টোবর ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ফলস্বরূপ, এক সপ্তাহের ব্যবধানে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় দল।