মুক্তাগাছা প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি-এ প্রতিপাদ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি চাষে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৫-২০২৬ অর্থবছরে বসতবাড়ি ও মাঠে শীতকালীন সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতি প্রমূখ।
এদিন মোট ২৩০ জন কৃষকের মাঝে বেগুন, পালংশাক, পাটশাক, মটরশুঁটি, লাউ, মূলা ও বাটিশাকের বীজ বিতরণ করা হয়। এছাড়াও ৭০ জন লাউ চাষী, ১১০ জন বেগুন চাষী, ১১০ জন শসা চাষী, এবং ১১০ জন মিষ্টি কুমড়া চাষী। এই কৃষকদের প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

