Tuesday, November 11, 2025
spot_img
Home ময়মনসিংহ মুক্তাগাছায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মুক্তাগাছায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

12
media image
ছবি

মুক্তাগাছা প্রতিনিধি : স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- এ প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে নবারুণ বিদ্যানিকেতন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবারুন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাহেলা পারভীন রুমা, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি ম্যানেজার রোনেল্ড গোমেজ, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকিয়া আক্তার, এপি প্রোগ্রাম অফিসার মৌসুমী আক্তার, শুভ্রা কুবি, বেলি ম্রং, হাফিজুল হক সোহাগ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের যত্ন, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার নিয়ে সামাজিকভাবে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি আন্দোলন গড়ে তুলতে জোর দেন।

পরে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এবং জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী নবারুন বিদ্যানিকেতন প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে মুক্তাগাছার এনএন গার্লস স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, নবারুণ বিদ্যানিকেতন ও ওয়ার্ল্ডভিশন এপি মুক্তাগাছার শিশু ফোরামের কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here